Ads 1 Heydar Benar Ads 728×90

জুমারদিনে ১৯টি গুরুত্বপূর্ণ আমল সম্পর্কে জেনে নিন

 


জুম্মার দিনের ১৯টি গুরুত্বপূর্ণ আমল সম্পর্কে জেনে নিন -19 important acts of Jumma day #জুমারদিন #আমল #Jumma_day #Jumma_Mubarak #Ami_Probashi_Bangalee_YIR 


সৃষ্টিজগতের শুরু থেকে জুমার দিনটি খুবই গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচিত। কোরআন ও হাদিসে এই দিনের বিশেষ সম্মান ও মর্যাদা বর্ণিত হয়েছে। অন্যান্য দিনের তুলনায় জুমার দিনের ফজিলত অনেক বেশি। নিম্নে জুম্মার দিনের ১৯টি গুরুত্বপূর্ণ আমল সম্পর্কে আলোচনা করা হলো :


১) অন্য দিনের তুলনায় ফজরের সময় ঘুম থেকে আগে উঠা সম্ভব হলে তাহাজ্জত পড়া।

২) ফজরের নামাজ জামাতের সাথে পড়া।

৩) সূরা ইয়াসিন ও আর রহমান তিলাওয়াত করা।

৪) শুক্রবার সারাদিনের যে কোন সময় সূর্য অস্ত্র যাওয়ার পূর্বে সুরা কাহাফ তিলাওয়াত করা না পারলে অন্তত প্রথম বা শেষ ১০ আয়াত পাঠ করা।

৫) জুমুআর দিন চুল কাটা, নখ কাটা, বগল ও নাভির নিচের পশম সাফ করা

৬) গোসল করা। 

৭) উত্তম ও পরিষ্কার কাপড় পরিধান করা 

৮) সুগন্ধি ব্যবহার করা। 

৯) পায়ে হেটে আগে আগে মসজিদ যাওয়া।

১০) ইমাম সাহেবের কাছাকাছি বসা।

১১) দেরিতে আসলে অন্যদের কষ্ট দিয়ে সামনের কাতারে না গিয়ে যেখানে যায়গা পাওয়া যায় সেখানে বসে পড়া।

১২) তাহিয়াতুল মসজিদ আদায় করা।

১৩) মনোযোগ সহকারে খুতবা শোনা

১৪) খুতবার সময় কোনোরূপ কাজ না করা বা চুপ থাকা। 

১৫) দুই খুতবার মাঝখানে দুআ করা।

১৬) জুমাআর দিন বেশি বেশি দুরূদ শরীফ পাঠ করা। 

১৭) জুমাআর দিন বেশি বেশি ইস্তেগপার পাঠ করা।

১৮) শুক্রবার আসরের নামাজের পর যে ব্যক্তি ৮০ বার নিম্নে উল্লেখিত দরুদ শরীফ পাঠ করবে, তার ৮০ বছরের গুনাহ মাফ হবে এবং ৮০ বছরের নফল ইবাদতের সওয়াব তার আমল নামায় লেখা হবে।

দোয়াটি হলো-

اَللَّهُمَّ صَلِّ عَلَى مُحَمَّدٍ النَّبِيِّ الْأُمِّيِّ وَعَلَى آلِهِ وَسَلِّم تَسْلِيْمَا

উচ্চারণ: ‘আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিনিন নাবিয়্যিল উম্মিয়্যি ওয়া আলা আলিহি ওয়াসাল্লিম তাসলিমা’।

১৯) সূর্য ডোবার কিছুক্ষণ পূর্ব থেকে সূর্যাস্ত পর্যন্ত গুরুত্বের সাথে যিকির, তাসবীহ ও দুআয় লিপ্ত থাকা এবং মন প্রাণ উজাড় করে বেশি বেশি করে আল্লাহর দরবারে দোয়া করা কারণ এইদিনে দোয়া অধিক পরিমানে কবুল হয়। 

আল্লাহ তায়ালা আমাদের সবাইকে উক্ত আমলগুলো করার তাওফিক দান করুক। আমিন।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.