Ads 1 Heydar Benar Ads 728×90

কিভাবে মোবাইলে মাউস ও কীবোর্ড সংযোগ করে কম্পিউটারের মত ব্যবহার করবেন-how to use keyboard and mouse on mobile


 

কিভাবে মোবাইলে মাউস ও কীবোর্ড সংযোগ করে কম্পিউটারের মত ব্যবহার করবেন-how to use keyboard and mouse on mobile
#mobile #keyboard #mouse #Ami_Probashi_Bangalee_YIR

মাউস ও কিবোর্ড আমরা সাধারণত কম্পিউটারে ব্যবহার করে থাকি। আপনি চাইলে এই দুইটা জিনিস মোবাইলে ব্যবহার করতে পারবেন। এখন অনেকের মনে প্রশ্ন জাগতে পারে আমরা মোবাইলে মাউস ও কিবোর্ড কেন ব্যবহার করব? মোবাইলে ব্যবহার করে আমাদের কাজটা কি? ধরেন আপনি টাইপিং শিখতেছেন কিন্তু আপনার কোন কম্পিউটার নেই সেক্ষেত্রে আপনি বাসায় টাইপিং প্র্যাকটিস করেত পারতেছেন না এখন আপনি চাইলে সে কাজটা মোবাইলে করতে পারবেন। এখানে আপনি বাংলা ও ইংরেজি টাইপিং করতে পারবেন।

মোবাইলে মাউস ও কিবোর্ড ব্যবহার করা জন্য কি কি প্রয়োজন :

একটি ওটিজি (OTG)
একটি ইএসবি হাব (usb hub)
একটি কিবোর্ড
একটি মাউস

OTG & usb hub এগুলো আপনারা বিভিন্ন কম্পিউটার বা মোবাইলের আনুষঙ্গিক জিনিস বিক্রয় করে এমন দোকানে পেয়ে যাবেন।

নোটঃ আপনি যদি মাউস ও কিবোর্ড এক সাথে ব্যবহার করতে চান তবে usb hub লাগবে। শুধু মাত্র মাউস বা কিবোর্ড ব্যবহার করতে চাইলে OTG হলে হবে।

এভার আসি মোবাইলে
আমারা মোবাইলে OTG কানেক্ট করব। মোবাইলে OTG লাগনোর পর আপনার মোবাইলে একটি নোটিফিকেশন আসবে সেখান থেকে OTG connection - ON করে দিব। আর যদি নোটিফিকেশন শো না করে তবে আমরা Settings এ গিয়ে OTG connection - ON করে দিব।

Settings>Additional Settings - OTG connection - ON

নোটঃ মোবাইল অনুযায়ী Settings আলাদা হতে পারে।

ইংরেজি টাইপিং

আমারা যদি ইংরেজি টাইপিং করতে চাই তাহলে আমরা মাউস ও কিবোর্ড কানেক্ট করে মোবালের নোট প্যাট বা MS Word এ গিয়ে টাইপিং শুরু করব।

বিজয় দিয়ে বাংলা টাইপিং

বিজয় ‍দিয়ে বাংলা টাইপিং করার জন্য আমরা প্রথমে Bijoy Keyboard ইনেষ্ট করে নিব। বিজয় কিবোর্ড ডাউনলোড়

এভার আমরা মোবালের Settings এ চলে যাব।

Settings - Additional Settings - Keyboard & input method - Manage Keyboards (নোটঃ মোবাইল অনুযায়ী Settings আলাদা হতে পারে।)

Manage Keyboards আপনার ইনেষ্ট করা সকল কিবোর্ড শো করবে সেখান থেকে আমার আমাদের Bijoy Keyboard enable করে নিব। সাধানত এটা disable থাকবে।

এভার আমরা মোবালের নোট প্যাট বা MS Word চলে যাব সেখানে ক্লিক করে Bijoy Keyboard সিলেক্ট করে নিব। তারপর আমরা বাংলা টাইপিং শুরু করতে পারব।

উপরের আলোচনা কেমন লাগলো অবশ্যই আপনারা নিচে কমেন্ট করে জানাতে পারেন ধন্যবাদ। আমাদের আলোচনা আপনার ভালো লাগলে প্লিজ অন্যের সাথে শেয়ার করতে ভুলবেন না । আর আমাদের সাথে কানেক্ট থাকতে এবং রেগুলার পোষ্ট আপডেট পেতে আমাদের ফেসবুক পেজে লাইক দিন https://www.facebook.com/profile.php?id=100066738061353
 নতুন নতুন ভিডিও পেতে Subscribe করুন আমাদের ইউটিউব চ্যানেল https://youtube.com/@amiprobashibangaleeyir1987?si=a2WP0_tXnSb49e28
বিস্তারিত জানতে ভিজিট করুন আমাদের Website এ https://smartshoppingyir.blogspot.com/2023/10/live-world-cup-cricket-match-today-2023.html

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.