Ads 1 Heydar Benar Ads 728×90

সৌদি আরবের উচ্চাভিলাষী নিওম প্রকল্পের প্রথম বিলাসবহুল দ্বীপ সিন্দালাহ উদ্বোধন

সৌদি আরবের উচ্চাভিলাষী নিওম প্রকল্পের প্রথম বিলাসবহুল দ্বীপ সিন্দালাহ উদ্বোধন 


সৌদি আরব তাদের পর্যটন খাতকে বিশ্বমঞ্চে আরও এগিয়ে নিতে নিওম প্রকল্পের অংশ হিসেবে লোহিত সাগরের উপর নির্মিত প্রথম বিলাসবহুল দ্বীপ সিন্দালাহ’র উদ্বোধন করেছে। এই দ্বীপটি নিওম প্রকল্পের প্রথম ধাপ এবং ভবিষ্যৎ পর্যটনের একটি গুরুত্বপূর্ণ অধ্যায় হিসেবে বিবেচিত হচ্ছে। 

নিওম প্রকল্প সৌদি সরকারের সর্বোচ্চ উচ্চাভিলাষী প্রকল্প হিসেবে পরিচিত। এর আওতায় সৌদি আরবের পশ্চিম উপকূলে, লোহিত সাগরের পাশে, পর্যটক ও বিনোদন কেন্দ্রসহ বেশ কয়েকটি বিলাসবহুল দ্বীপ নির্মাণের পরিকল্পনা করা হয়েছে। সিন্দালাহ দ্বীপটি নিওমের প্রধান প্রবেশদ্বার হিসেবে কাজ করবে, যেখানে ইউরোপ, সৌদি আরব এবং অন্যান্য দেশ থেকে ইয়টের মাধ্যমে সহজেই প্রবেশের ব্যবস্থা থাকবে। 

নিওমের সিইও নাজমি আল-নাসর এক বিবৃতিতে বলেন, “সিন্দালাহর উদ্বোধন আমাদের বিলাসবহুল পর্যটনের প্রতি অঙ্গীকার এবং সৃজনশীল পর্যটন উদ্যোগের এক জ্বলন্ত উদাহরণ। এই দ্বীপে ভ্রমণকারীরা নিওম প্রকল্পের অংশ হিসেবে নির্মিত অসাধারণ সব সুবিধার এক ঝলক দেখতে পাবেন।” 

প্রায় ২০০ একর এলাকাজুড়ে বিস্তৃত এই দ্বীপটি ২০২৮ সালের মধ্যে প্রতিদিন প্রায় ২,৪০০ জন অতিথিকে স্বাগত জানাতে সক্ষম হবে। সিন্দালাহর মাধ্যমে সৌদি আরব আন্তর্জাতিক পর্যটকদের কাছে একটি অনন্য অভিজ্ঞতা প্রদানের আশা করছে, যা দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখবে। 

নিওম প্রকল্পের মাধ্যমে সৌদি আরব বিশ্বের অন্যতম পর্যটন কেন্দ্র হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করার লক্ষ্য নিয়ে এগিয়ে চলেছে, এবং সিন্দালাহ দ্বীপ এরই প্রথম পদক্ষেপ।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.