প্রবাসী কর্মীদের সন্তানদের জন্য শিক্ষাবৃত্তি: আবেদন করুন দ্রুত!
প্রবাসী কর্মীদের সন্তানদের জন্য শিক্ষাবৃত্তি: আবেদন করুন দ্রুত!
বাংলাদেশ সরকার ২০২৪ সালে এসএসসি ও ২০২৩ সালে এইচএসসি বা সমমান পাস করা প্রবাসী কর্মীদের মেধাবী সন্তানদের জন্য শিক্ষাবৃত্তি দিচ্ছে। এই সুযোগ কাজে লাগাতে হলে নির্ধারিত সময়ের মধ্যে আবেদন করতে হবে। ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের বিজ্ঞপ্তি অনুযায়ী, আবেদন কার্যক্রম শুরু হয়েছে ২৫ নভেম্বর এবং চলবে ২৪ ডিসেম্বর ২০২৪ পর্যন্ত।
বৃত্তির জন্য যোগ্যতার শর্তাবলী:
আবেদনকারীর পরিচিতি:
বিএমইটির ডেটাবেজের মাধ্যমে বহির্গমন ছাড়পত্রপ্রাপ্ত বা ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের মেম্বারশিপধারী প্রবাসী কর্মীদের সন্তান।
ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ড থেকে আর্থিক অনুদানপ্রাপ্ত বা পেতে পারেন, এমন মৃত প্রবাসী কর্মীদের সন্তান।
একাডেমিক যোগ্যতা:
এসএসসি বা সমমান (২০২৪):
বিজ্ঞান বিভাগ: জিপিএ ৫.০০।
মানবিক/বাণিজ্য বিভাগ: জিপিএ ৪.৭৫।
এইচএসসি বা সমমান (২০২৩):
বিজ্ঞান বিভাগ: জিপিএ ৪.৮০।
মানবিক/বাণিজ্য বিভাগ: জিপিএ ৪.৫০।
মৃত প্রবাসী কর্মীদের সন্তানদের ক্ষেত্রে উভয় পরীক্ষায় ন্যূনতম জিপিএ ৪.০০ যথেষ্ট।
প্রয়োজনীয় কাগজপত্র:
প্রাসঙ্গিক শিক্ষাগত যোগ্যতার সনদ।
পিতামাতার প্রবাসী কর্মীর পরিচয়পত্র।
ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ড মেম্বারশিপ বা বহির্গমন ছাড়পত্র।
অন্যান্য প্রমাণপত্র (যেমন আর্থিক অনুদানের সনদ)।
বৃত্তির সুবিধাসমূহ:
এসএসসি/সমমান:
একাদশ-দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীদের দুই বছর।
ডিপ্লোমা শিক্ষার্থীদের জন্য চার বছর।
এইচএসসি/সমমান:
স্নাতক পর্যায়ে তিন বছর।
স্নাতক (সম্মান) পর্যায়ে চার বছর।
মেডিকেল শিক্ষার্থীদের জন্য পাঁচ বছর।
উল্লেখ্য, শিক্ষার্থীর সেশনজটের কারণে বৃত্তির মেয়াদ প্রভাবিত হবে না।
আবেদন প্রক্রিয়া:
অনলাইনে আবেদন করতে ভিজিট করুন:
http://stipen.wewb.gov.bd/stipend
আবেদন শেষ হওয়ার তারিখ: ২৪ ডিসেম্বর ২০২৪।
এ সুযোগটি কাজে লাগিয়ে আপনার ভবিষ্যত গড়ুন। এখনই আবেদন করুন!
কোন মন্তব্য নেই