Ads 1 Heydar Benar Ads 728×90

সৌদি ভিসা ছাড়াই ওমরাহ পালনের সুযোগ-Opportunity to perform Umrah without Saudi visa #Umrah #visa

সৌদি ভিসা ছাড়াই ওমরাহ পালনের সুযোগ-Opportunity to perform Umrah without Saudi visa


সৌদি ভিসা ছাড়াই ওমরাহ পালনের সুযোগ-Opportunity to perform Umrah without Saudi visa #Umrah #visa #সৌদিআরব @amiprobashibangaleeyir

সৌদি আরবের ভিসা আগে নেওয়া না থাকলেও সৌদিয়া এয়ারলাইনসসহ দেশটির রাষ্ট্রীয় মালিকানাধীন এয়ারলাইনসে ভ্রমণে ট্রানজিট যাত্রী এবং যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও সেনজেন ভিসাধারী ব্যক্তিরা ওমরাহ করতে পারবেন।
আজ মঙ্গলবার ঢাকায় সৌদি আরবের রাষ্ট্রদূত ঈসা বিন ইউসুফ আল দুহাইলান এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন। বাংলাদেশে সৌদি স্বেচ্ছাসেবা কর্মসূচি ইবসার উদ্বোধন উপলক্ষে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
ওমরাহ করতে ইচ্ছুক সৌদিগামী যাত্রীদের ভ্রমণ সহজ করতে এই ব্যবস্থা নেওয়া হয়েছে বলে তিনি জানান।
রাষ্ট্রদূত বলেন, সৌদি ভিসা না থাকলেও বাংলাদেশের নাগরিকেরা ওমরাহ পালন করতে পারেন। তবে এ ক্ষেত্রে তাঁদের সৌদিয়া এয়ারলাইনস অথবা সে দেশের রাষ্ট্রীয় মালিকানাধীন এয়ারলাইনসে ট্রানজিটের যাত্রী হতে হবে। ট্রানজিটের যাত্রীরা ছিয়ানব্বই ঘণ্টার জন্য সৌদি আরবে অবস্থান করতে পারবেন।
এর বাইরে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও সেনজেন ভিসা থাকলেও ওমরাহ পালন করা যাবে বলে রাষ্ট্রদূত উল্লেখ করেন।
ঈসা বিন ইউসুফ আল দুহাইলান বলেন, নুসুক অ্যাপে নিবন্ধন করে কোনো এজেন্সির সহায়তা ছাড়াই যে কেউ ওমরাহ ভিসা করতে পারবেন। ভিডিওটা ভালো লাগলে বেশি করে শেয়ার করুন যেন অন্যরা এই ভিডিওটা দেখে উপকৃত হতে পারে। ভালো থাকবেন। দেখা হবে পরের কোন ভিডিওতে। আল্লাহ হাফেজ।
Opportunity to perform Umrah without Saudi visa. I am Mohammad Yunus reading detailed news from Holy Mecca. Transit passengers traveling on the country's state-owned airlines, including Saudia Airlines, and holders of US, UK and Schengen visas, can perform Umrah even if a Saudi Arabian visa has not been obtained in advance. Saudi Arabia's ambassador Isa bin Yusuf Al Duhailan said these things in a press conference in Dhaka today. This press conference was organized on the occasion of the inauguration of the Saudi volunteer program IBSA in Bangladesh. Willing to perform UmrahHe said that this measure has been taken to facilitate the travel of Saudi-bound passengers. The ambassador said that Bangladeshi citizens can perform Umrah even if they do not have a Saudi visa. However, in this case, they have to be transit passengers on Saudia Airlines or the state-owned airlines of that country. Transit passengers can stay in Saudi Arabia for 96 hours. Apart from this, the ambassador mentioned that Umrah can be performed even if there are US, UK and Schengen visas. Isa Bin Yusuf Al Duhailan said, Article on Nusuk appAnyone can do Umrah visa without the help of any agency. If you like the video then share it more so that others can benefit from watching this video. stay well See you in the next video. Allah is Hafez.

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.