সৌদি আরব যেতেআবারও বাধ্যতামূলক মেনিনজাইটিস টিকা লাগবে। টিকার অভাবে প্রবাসীদের আন্দোলন
সৌদি আরব যেতেআবারও বাধ্যতামূলক মেনিনজাইটিস টিকা লাগবে:
টিকার অভাবে প্রবাসীদের আন্দোলন:
সৌদি আরব এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশে যাওয়ার জন্য মেনিনজাইটিস টিকা বাধ্যতামূলক করার পর রাজধানীতে টিকার সংকট নিয়ে প্রবাসীরা আন্দোলনে নামেন। মঙ্গলবার (২১ জানুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে প্রায় ৩০০ জন প্রবাসী ওমরাহ যাত্রী পান্থপথের স্কয়ার হাসপাতালের সামনে জড়ো হয়ে বিক্ষোভ করেন। তবে বেলা সাড়ে ১১টার দিকে তারা সরে গেলে যান চলাচল স্বাভাবিক হয়।
বিস্তারিত দেখুন এই ভিডিওতে👉
আন্দোলনের কারণ ও পরিস্থিতি
প্রবাসীরা বিভিন্ন হাসপাতাল ঘুরে জানতে পারেন যে, টিকা সরবরাহ শেষ হয়ে গেছে। পান্থপথের স্কয়ার হাসপাতালে টিকা পাওয়া যাবে এমন তথ্য পেয়ে সেখানে আসলেও দেখা যায়, সেখানেও টিকার সংকট রয়েছে। এতে ক্ষুব্ধ হয়ে তারা সড়ক অবরোধ করেন।
ডিএমপির শেরে বাংলা নগর থানার ওসি মোহাম্মদ গোলাম আজম জানান, আন্দোলনকারীরা প্রাথমিকভাবে টিকা নিতে এসেছিলেন। পরে জানানো হয় যে প্রবাসীদের ক্ষেত্রে এই টিকা বাধ্যতামূলক নয়। তবে ওমরাহ যাত্রীরা টিকা না পাওয়ায় তারা প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের সামনে অবস্থান নিয়েছেন।
স্কয়ার হাসপাতালের বক্তব্য
স্কয়ার হাসপাতালের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ডা. ফয়সাল জামান জানিয়েছেন, "সকাল থেকে টিকার জন্য প্রবাসীরা অপেক্ষা করছিলেন। কিন্তু আমাদের টিকা সরবরাহ গতকাল শেষ হয়েছে। নতুন করে টিকা আমদানিতে আরও ১০-১৫ দিন সময় লাগবে বলে জানানো হয়েছে।"
নতুন নির্দেশনা
সোমবার (২০ জানুয়ারি) হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষ মেনিনজাইটিস টিকার বাধ্যতামূলক নির্দেশনা জারি করে। সৌদি আরব সরকারের নির্দেশনার ভিত্তিতে এটি কার্যকর হবে ১০ ফেব্রুয়ারি থেকে। এ নির্দেশনার বিষয়ে দেশের সব এয়ারলাইন্স ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে।
টিকা সংকটের প্রভাব
টিকার অভাবের কারণে প্রবাসী এবং ওমরাহ যাত্রীদের মধ্যে চরম ভোগান্তি দেখা দিয়েছে। কর্তৃপক্ষ টিকার সরবরাহ দ্রুত নিশ্চিত করতে কাজ করছে বলে জানানো হয়েছে।
কোন মন্তব্য নেই