হুমকির ভুয়া বার্তা দিয়ে ফ্লাইট চলাচলে বিঘ্ন ঘটালে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড এবং ৫ কোটি টাকা জরিমানা
হুমকির ভুয়া বার্তা দিয়ে ফ্লাইট চলাচলে বিঘ্ন ঘটালে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড এবং ৫ কোটি টাকা জরিমানা
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সম্প্রতি একদিনে দুটি হামলার ভুয়া হুমকির বার্তা পাওয়া গেছে। বার্তাগুলোর উৎস ছিল পাকিস্তান ও মালয়েশিয়ার হোয়াটসঅ্যাপ নম্বর। যদিও তল্লাশি শেষে কোনো বিস্ফোরক বা হুমকির আলামত মেলেনি, তবুও এ ধরনের বার্তা বিমান চলাচলে বিঘ্ন সৃষ্টি করে এবং নিরাপত্তা ব্যবস্থায় অযথা চাপ বাড়ায়।
বিস্তারিত YouTube Channel এ এই Video টি দেখুন :
বাংলাদেশের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ জানায়, এমন ঘটনায় নিরাপত্তা প্রটোকল অনুযায়ী তল্লাশি চালানো হয়। ধারণা করা হচ্ছে, এটি ব্যক্তিগত স্বার্থ হাসিলের উদ্দেশ্যে বা দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র।
শাস্তির বিধান:
বিমান-নিরাপত্তা বিরোধী অপরাধ দমন আইন-১৯৯৭ ও বেসামরিক বিমান চলাচল আইন-২০১৭ অনুযায়ী, এ ধরনের অপরাধের শাস্তি অত্যন্ত কঠোর।
বিমান চলাচলে বিঘ্ন ঘটানোর শাস্তি: সর্বোচ্চ মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন কারাদণ্ড এবং ৫ কোটি টাকা জরিমানা।
ষড়যন্ত্র ও সহযোগিতার শাস্তি: একই দণ্ডের আওতায় পড়বে।
তদন্তের অগ্রগতি:
হোয়াটসঅ্যাপ বার্তাগুলোর নম্বরের মালিকদের শনাক্তে কাজ করছে গোয়েন্দা সংস্থা। পাকিস্তান ও মালয়েশিয়ার সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। তবে এখনো সুনির্দিষ্ট তথ্য পাওয়া যায়নি।
সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মতামত:
এয়ার ভাইস মার্শাল মো. মঞ্জুর কবীর ভূঁইয়া জানান, নিরাপত্তা বিধি অনুযায়ী হুমকির প্রতিটি বার্তা গুরুত্বসহকারে বিবেচনা করা হয়। তবে গুজব ছড়ানোর সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
এ ধরনের অপরাধ প্রতিরোধে সর্বস্তরে নিরাপত্তা জোরদার করা প্রয়োজন। একইসঙ্গে সাইবার অপরাধ দমনে আরও কার্যকর প্রযুক্তি ও আন্তর্জাতিক সহযোগিতা অত্যাবশ্যক।
❤️❤️❤️
বিমান নিরাপত্তা
ভুয়া হুমকি
বিমান চলাচল আইন
শাহজালাল বিমানবন্দর
সাইবার অপরাধ
নিরাপত্তা তল্লাশি
বেসামরিক বিমান চলাচল
হোয়াটসঅ্যাপ হুমকি
আন্তর্জাতিক সহযোগিতা
গোয়েন্দা তদন্ত
ষড়যন্ত্র দমন
কঠোর শাস্তি
আইন-২০১৭
মৃত্যুদণ্ড
গুজব প্রতিরোধ
#বিমাননিরাপত্তা #ভুয়াহুমকি #সাইবারঅপরাধ #শাহজালালবিমানবন্দর #নিরাপত্তাজোরদার #বিমানচলাচল #গোয়েন্দাতদন্ত #সর্বোচ্চশাস্তি #বাংলাদেশ #সন্ত্রাসদমন #হোয়াটসঅ্যাপহুমকি #আন্তর্জাতিকসহযোগিতা #আইনশৃঙ্খলা #বেসামরিকবিমান #শান্তিশৃঙ্খলা #নিরাপত্তা #কঠোরব্যবস্থা #সচেতনতা #ফ্লাইটনিরাপত্তা #অপরাধদমন
কোন মন্তব্য নেই