Ads 1 Heydar Benar Ads 728×90

সৌদিতে ভিসা মেয়াদোত্তীর্ণদের জন্য ৫০ হাজার রিয়াল জরিমানা ও ৬ মাসের জেল

📰 সৌদিতে ভিসা মেয়াদোত্তীর্ণদের জন্য ৫০ হাজার রিয়াল জরিমানা ও ৬ মাসের জেল
📅 রিপোর্ট: এপ্রিল ২৩, ২০২৫ | ✍️ প্রতিবেদক: Yunus News Desk 


রি
য়াদ:

সৌদি আরব সরকার হজ মৌসুম ঘনিয়ে আসার প্রেক্ষিতে ভিসা মেয়াদোত্তীর্ণ অবস্থানে থাকা প্রবাসীদের জন্য কঠোর ব্যবস্থা গ্রহণের ঘোষণা দিয়েছে। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, ভিসার মেয়াদ শেষ হওয়ার পর যারা সৌদি আরব ত্যাগ করছেন না, তাদের বিরুদ্ধে ৫০ হাজার সৌদি রিয়াল পর্যন্ত জরিমানা, ৬ মাস পর্যন্ত কারাদণ্ড, এবং দেশ থেকে বহিষ্কার করার ব্যবস্থা নেওয়া হবে।

২৯ এপ্রিলের পরে অবস্থান আইন লঙ্ঘন
হজ ও ওমরাহ মন্ত্রণালয় জানিয়েছে, ওমরাহ ভিসাধারীদের জন্য ২৯ এপ্রিল ২০২৫ হচ্ছে চূড়ান্ত প্রস্থান তারিখ। এই সময়সীমা অতিক্রম করলে সেটি আইনি অপরাধ হিসেবে বিবেচিত হবে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে আরও বলা হয়েছে, “যেকোনো প্রবাসী যিনি বৈধ ভিসার মেয়াদ উত্তীর্ণ হওয়ার পরেও সৌদি আরবে অবস্থান করছেন, তাকে আইন লঙ্ঘনকারী হিসেবে গণ্য করা হবে এবং তাঁর বিরুদ্ধে যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।”

শৃঙ্খলা বজায় রাখতে কড়া নজরদারি
সৌদি প্রেস এজেন্সি (SPA)-এর মতে, হজ ও ওমরাহ সম্পর্কিত নিয়মকানুন কঠোরভাবে প্রয়োগ করা হবে, এবং কোনো ব্যত্যয় সহ্য করা হবে না। মক্কা ও মদিনায় নজরদারি জোরদার করা হয়েছে বলেও জানিয়েছে কর্তৃপক্ষ।

সতর্কবার্তা সকল প্রবাসীদের জন্য
সৌদি সরকার প্রবাসী ও ওমরাহ যাত্রীদের প্রতি আহ্বান জানিয়েছে— সঠিক সময়ে দেশ ত্যাগ করুন, নয়তো মুখোমুখি হতে হবে জরিমানা, কারাদণ্ড ও বহিষ্কারের মতো কঠিন শাস্তির।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.