মক্কায় প্রবেশে নিষেধাজ্ঞা | হজ অনুমতি ছাড়া প্রবেশ নিষেধ | মক্কায় প্রবেশে পারমিট বাধ্যতামূলক | No entry to Makkah without Hajj permit
মক্কায় প্রবেশে নিষেধাজ্ঞা | হজ অনুমতি ছাড়া প্রবেশ নিষেধ | মক্কায় প্রবেশে পারমিট বাধ্যতামূলক | No entry to Makkah without Hajj permit
রিয়াদ প্রতিনিধি:
সৌদি আরব হজ মৌসুমকে সামনে রেখে পবিত্র মক্কা নগরীতে প্রবেশের নিয়মে নতুন নির্দেশনা জারি করেছে। চলতি এপ্রিল মাসের শেষ দিক থেকে শুধু হজ পারমিটধারীরাই মক্কায় প্রবেশ ও অবস্থানের সুযোগ পাবেন। হজ ব্যবস্থাপনায় শৃঙ্খলা ও নিরাপত্তা নিশ্চিত করতেই এই সিদ্ধান্ত নিয়েছে সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয়।
বিস্তারিত ভিডিও দেখতে এখানে ক্লিক করুন
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়, ২৯ এপ্রিল থেকে হজ পারমিট ছাড়া কেউ মক্কায় প্রবেশ করতে পারবে না। এর আগে ২৩ এপ্রিল থেকে বিদেশি শ্রমিক বা প্রবাসীদের জন্যও মক্কায় প্রবেশে বিধিনিষেধ কার্যকর হবে। এই সময়ের মধ্যে যারা বৈধ পারমিট ছাড়া প্রবেশের চেষ্টা করবেন, তাদের ফিরিয়ে দেওয়া হবে এবং আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
অন্যদিকে, ১২ এপ্রিল থেকে ১০ জুন পর্যন্ত সৌদি নাগরিক, জিসিসি (গালফ সহযোগিতা পরিষদ) দেশের নাগরিক ও বিদেশি দর্শনার্থীরা নুসুক প্ল্যাটফর্মের মাধ্যমে ওমরাহ পারমিটও পাবেন না বলে জানিয়েছে হজ ও ওমরাহ মন্ত্রণালয়।
তবে মক্কায় বসবাসকারীদের ক্ষেত্রে নিয়ম কিছুটা শিথিল থাকবে। যাদের জাতীয় পরিচয়পত্রে মক্কা আবাসস্থল হিসেবে উল্লেখ আছে, তারা পূর্বের মতোই শহরে চলাচল করতে পারবেন। এছাড়া, হজের সঙ্গে সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তর, নিরাপত্তা বাহিনী ও পরিষ্কার-পরিচ্ছন্নতা কাজে নিয়োজিত ব্যক্তিরাও প্রয়োজনীয় অনুমতি সাপেক্ষে প্রবেশ করতে পারবেন। এসব অনুমতির আবেদন করা যাবে মুকিম পোর্টাল বা নির্ধারিত অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে।
সৌদি কর্তৃপক্ষ বলছে, হজ ব্যবস্থাপনায় শৃঙ্খলা ও নিরাপত্তা বজায় রাখা সর্বোচ্চ অগ্রাধিকার। এবার হজে অংশ নিতে ২০ লাখের বেশি মুসল্লি মক্কায় সমবেত হবেন বলে ধারণা করা হচ্ছে।
এই পদক্ষেপ বাস্তবায়নের মাধ্যমে শুধুমাত্র হজ পালনের উদ্দেশ্যে আগত মুসল্লিরাই মক্কার পবিত্র ভূমিতে প্রবেশের সুযোগ পাবেন, যা হজ ব্যবস্থাপনায় নতুন এক অধ্যায়ের সূচনা করবে।
মক্কায় প্রবেশে নিষেধাজ্ঞা
হজ পারমিট ছাড়া মক্কায় প্রবেশ নয়
সৌদি হজ আপডেট ২০২৫
হজের নতুন নিয়ম সৌদি
মক্কা ভ্রমণ নিষেধ ২০২৫
Makkah entry ban 2025
Saudi Hajj permit rule
No entry to Makkah without Hajj permit
Saudi Arabia new Hajj restrictions
Makkah travel update 2025
#Hajj2025
#MakkahEntryBan
#SaudiNews
#HajjPermitRequired
#MakkahUpdate
#HajjRules
#IslamicNews
#HajjAlert
#SaudiArabiaHajj
#NoEntryWithoutPermit
#MuslimUmmah
#HajjPreparation
#HolyMakkah
#HajjNotice
#MakkahRestrictions
কোন মন্তব্য নেই