Ads 1 Heydar Benar Ads 728×90

নিজ গ্রামে আসছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস, কালুরঘাট ব্রীজ-চার লেন সড়ক নিয়ে আশাবাদী এলাকাবাসী

নিজ গ্রামে আসছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস, কালুরঘাট ব্রীজ-চার লেন সড়ক নিয়ে আশাবাদী এলাকাবাসী 


চট্টগ্রাম,

নোবেল বিজয়ী, বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস আগামীকাল বুধবার (১৪ মে) বিকেল ৪টায় নিজ গ্রাম চট্টগ্রামের হাটহাজারী উপজেলার শিকারপুর ইউনিয়নের বাথুয়া গ্রামের নজুমিয়া হাটে আসছেন।


প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব নেওয়ার পর এই প্রথম নিজ পৈতৃক নিবাসে পা রাখতে যাচ্ছেন তিনি। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সমাবর্তনে যোগদান শেষে তিনি স্বল্প সময়ের জন্য পারিবারিক কবরস্থানে জিয়ারত এবং স্থানীয় জনসাধারণের সঙ্গে সৌজন্য সাক্ষাতে মিলিত হবেন।


আঞ্চলিক উন্নয়ন নিয়েও জোরালো প্রত্যাশা


ড. ইউনূসের আগমনকে কেন্দ্র করে শুধু আবেগ নয়, নতুন আশাও জাগছে হাটহাজারীসহ বৃহত্তর চট্টগ্রামবাসীর মধ্যে। সম্প্রতি ঐতিহ্যবাহী কালুরঘাট রেল-কাম-সড়ক সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন হয়েছে, যা দক্ষিণ চট্টগ্রামের সঙ্গে নগরের সংযোগ ব্যবস্থায় যুগান্তকারী পরিবর্তন আনবে বলে আশা করা হচ্ছে।


এছাড়া চট্টগ্রাম-কাপ্তাই মহাসড়ককে চার লেনে উন্নীত করার দাবিতে স্থানীয় বাসিন্দারা একাধিক মানববন্ধন ও স্মারকলিপি কর্মসূচি পালন করেছেন। তাঁরা আশা করছেন, ড. ইউনূসের সরাসরি সম্পৃক্ততা এবং আন্তরিক উদ্যোগে এই সড়ক উন্নয়ন প্রকল্পটি দ্রুত বাস্তবায়নের পথে এগিয়ে যাবে।


স্মরণীয় সংবর্ধনা, গর্বিত গ্রামবাসী


২০০৬ সালে শান্তিতে নোবেল পুরস্কার অর্জনের পর ২০০৭ সালের ৩ জানুয়ারি নজুমিয়া হাটে ড. ইউনূসকে দেওয়া হয়েছিল এক ঐতিহাসিক গণ-সম্বর্ধনা। সে দিনের আবেগ আজও এলাকাবাসীর মনে গেঁথে আছে। দলমত নির্বিশেষে সকলের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে অনুষ্ঠানটি রূপ নেয়েছিল এক মিলনমেলায়।


অন্তর্বর্তী সরকারের সাফল্য ও নীতিগত দৃঢ়তা


প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব নেওয়ার পর ড. ইউনূস স্বচ্ছতা, জবাবদিহিতা ও জনকল্যাণমূলক প্রশাসনের একটি কার্যকর কাঠামো গড়ে তুলেছেন। দুর্নীতি দমন, নির্বাচনী ব্যবস্থার সংস্কার এবং ন্যায্য সামাজিক উন্নয়নের জন্য তিনি ইতোমধ্যে বেশ কিছু সাহসী পদক্ষেপ গ্রহণ করেছেন। আন্তর্জাতিক মহলে বাংলাদেশ এখন একটি স্থিতিশীল ও গণতান্ত্রিক উত্তরণ প্রক্রিয়ার মডেল হিসেবে বিবেচিত হচ্ছে।


উৎসবমুখর গ্রাম, প্রস্তুতি সম্পন্ন


তাঁর আগমনকে ঘিরে বাথুয়া গ্রামজুড়ে বিরাজ করছে এক উৎসবমুখর পরিবেশ। বাড়ানো হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। স্থানীয় প্রশাসন ও গণ্যমান্য ব্যক্তিরা অভ্যর্থনার সব প্রস্তুতি চূড়ান্ত করেছেন।


🌹 লাল গোলাপে শুভেচ্ছা জানাতে প্রস্তুত গ্রামবাসী 🇧🇩

আমরা হাটহাজারী বাসিরা গর্বিত, তিনি আমাদের প্রানের মানুষ, আমাদের মাঝেই আবার ফিরছেন তিনি। সবার মাঝে আনন্দের বন্যা বয়ে যাচ্ছে — 

প্রতিবেদন লিখছি আমি মোহাম্মদ ইউনুচ

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.